স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগের কমিটি। বহিষ্কৃতরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, যুবলীগে অশৃঙ্খল হবার কোনো সুযোগ নেই। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজদের যুবলীগে ঠাঁই নেই। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনা অনুসারে ওই আটক দুইজন যুবলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও সদস্য আসাদুল ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল ওয়াহিদা খানমকে হত্যা করা। সে কারণেই হাতুরি সদৃশ ভারী বস্তু দিয়ে ওয়াহিদাকে নির্মমভাবে আঘাত করা হয়। মেয়েকে বাঁচাতে বাবা ছুটে আসলে তাকেও আঘাত করে জখম করা হয়।
এ ঘটনার পরই দিনাজপুর অঞ্চলের হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশ এবং র্যাব রংপুর-১৩ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে হিলির কালিগঞ্জ এলাকা থেকে বোনের বাড়ি থেকে আসাদুলকে এবং জাহাঙ্গীরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।