স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। সিটি ক্লাবের মাঠে অনুশীলন করার সময় এই ইনজুরিতে পড়েন তিনি।
৩ দিন আগে রানিং প্র্যাকটিস করার সময় মাশরাফি হ্যামস্ট্রিংয়ে চোট পান। তার চোট পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন মাশরাফি নিজেই। তিনি বলেন, রানিং এর সময় ব্যথা পেয়েছি। তাই কয়েকদিন বিশ্রামে আছি। স্ক্যান এখনও করা হয়নি। তাই আঘাত কতটা গুরুতর তা এখনো বলতে পারছি না।
মাশরাফির ইনজুরির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী জানান, মাশরাফির সাথে আমার ফোনে কথা হয়েছে। আপাতত ফোনে কী কী করতে হবে তা জানিয়ে দিয়েছি। তবে স্ক্যান করার ব্যাপারে আমি জোর দিয়েছি। স্ক্যানের রিপোর্ট দেখার পর বলা যাবে তার আঘাত কতটা গভীর।
এ বছরের নভেম্বরে টি-টোয়েন্টি কর্পোরেট লিগে খেলার কথা জানিয়েছিলেন মাশরাফি। কিন্তু ইনজুরির কারণে মাঠে ফেরা অনিশ্চিত হয়ে গেল।