আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ হেডকোয়ার্টারে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। তবে এ ব্যাপারে পুলিশ এখনও নীরব। রিপোর্টগুলোতে একে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আগে এ সপ্তাহেই দেশটির সুলাওয়েসি দ্বীপের একটি গীর্জাতে দুটি আত্মঘাতি বোমা হামলা হয়। ওই ঘটনায় ২০ জন আহত হয়েছিলেন। এর কয়েকদিনের মাথায়ই পুলিশ হেডকোয়ার্টারে হামলা হলো। গীর্জায় হামলা চালিয়েছে দেশটির ইসলামপন্থী দল জামাহ আনশারুত দাউলাহ।
গীর্জায় হামলার পরই পুলিশ সাবধান করেছিল, জিহাদি গোষ্ঠীটি আরো হামলা চালাতে পারে। প্রসঙ্গত, এর আগেও পুলিশের অবস্থান লক্ষ্য করে ইন্দোনেশিয়ায় এ ধরণের হামলা পরিচালনা করা হয়েছিল।