স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনা থেকে মুক্তি পেয়ে পরবর্তী শারীরিক জটিলতায় মারা যান তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান সাবেক এই ডেপুটি গভর্নর।
খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই সাংবাদিক খোন্দকার মুহাম্মদ খালেদ গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। ওইসময় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে করোনা থেকে মুক্তি পেয়ে শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরুতে তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। লাইফ সাপোর্টে থাকাকালীন বুধবার ভোরে মারা যান তিনি ।