আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও আমেরিকা। গত জানুয়ারি মাসে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস হবার পর আমেরিকা এবং জার্মানি থেকে এ ঘোষণা এসেছে।
গতকাল ইরাক সফরে এসে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি ইরাকে উপস্থিত মার্কিন সৈন্য সংখ্যা কমানোর ঘোষণা দেন। তিনি জানান, বর্তমানে ইরাকে ৫২০০ মার্কিন সেনার উপস্থিতি রয়েছে। চলতি মাসের মধ্যেই এ সংখ্যা ৩ হাজারে নামিয়ে আনা হবে।
ম্যাকেঞ্জি আরও বলেন, ইরাকের সেনাবাহিনী সামরিক কলাকৌশলে ব্যপক উন্নতি সাধন করেছে। সে কারণেই ইরাক থেকে মার্কিন সেনা কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরাকের সরকারের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় মার্কিন সেনাবাহিনী ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বিস্তার রোধে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডার মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, ইরাক এবং আমেরিকার মধ্যে সমঝোতা করেই ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গেল আগস্ট মাসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি যুক্তরাষ্ট্র সফর করেন। তখনই তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উপর বিশেষ জোর দিয়েছিলেন।