আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গতকাল রোববার ফোন কলের মাধ্যমে এই দুই নেতা বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় এরদোগান আশা প্রকাশ করে বলেন, তিনি চান ইরানের উপর থেকে যেন চলমান মার্কিন নিষেধাজ্ঞার খড়গ উঠে যায়। আর এই তথ্য নিশ্চিত করেছেন তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক।
ডেইলি সাবাহের খবরে জানা গেছে, টেলিফোনের তুরস্কের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, আমেরিকা যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন, তবে আমেরিকার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনায় বসা হবে। তেহরানের এমন শর্তারোপকে সম্ভাবনা হিসেবে দেখছে তুরস্ক। আমার বিশ্বাস ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
এসময় দুই দেশের সর্বোচ্চ নেতা নিজেদের মধ্যে অর্থনীতি, পরিবহন, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা বলেন। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানোরও অঙ্গীকার করেন তারা।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, তেহরান বারবার বলেছে– যুক্তরাষ্ট্র যদি এসব নিষেধাজ্ঞা তুলে নেয়, তা হলে ইরানও দ্রুত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরবে। ইরানের এ দাবি যৌক্তিক বলে তিনি উল্লেখ করেন।