আন্তর্জাতিক ডেস্ক : ইরান আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। আর এ নিয়ে ইসরায়েলে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়ালানিউজ জানিয়েছে, ইরানের ওই ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবর এবং ভিডিও প্রকাশ করার পর থেকেই ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ইরানের একটি সংবাদ সংস্থা তাসনিমনিউজ এ সংক্রান্ত খবরে ইসরায়েলিদের নানা মন্তব্যের অনুবাদ তুলে ধরেছে। একজন পাঠক লিখেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে এটা ইরানের বড় সাফল্য। আমাদের ভূখণ্ড খুব বড় নয়। চারদিক থেকে যখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আসতে থাকবে। তখন আমাদের আর কোনো উপায় থাকবে না।’
আরেক ইসরায়েলি প্রতিবেদনটির মন্তব্য ঘরে লিখেছেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধের সময় ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মন্তব্য ছিল তারা কয়েক ঘণ্টার মধ্যে হিজবুল্লাহর সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলবে। কিন্তু শেষে কী হয়েছিল? আমরা তিন সপ্তাহ ধরে দেখেছি আমাদের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে।’
গত শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করে। শহরের উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লবী গার্ডের মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, ইসলামী বিপ্লবের সাফল্য এবং দেশের স্বাধীনতা সমুন্নত রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। তাই আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তির বৃদ্ধি ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই।
সূত্র : পার্সটুডে।