অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইসলাম – ফরাসি প্রেসিডেন্টের এহেন মন্তব্যের জেরে তোলপাড় চলছে পুরো মুসলিম বিশ্বে। বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশের নেতারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইমানুয়েলের এমন মন্তব্যের প্রতিবাদ স্বরূপ ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন। এবার সেই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে একটি টুইট বার্তা দিয়েছেন আর্সেনালের জার্মান ফুটবলার মেসুত ওজিল।
শুক্রবার মেসুত ওজিল তার অফিসিয়াল টুইটার থেকে একটি বার্তা শেয়ার করেন, তাতে বলেন, ‘ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।’ এসময় পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করেন তিনি। যে আয়াত দিয়ে স্পষ্ট হয় ইসলামে সন্ত্রাসবাদের কোনো ঠাই নেই। আয়াতটি হলো, ‘যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানব সম্প্রদায়কে হত্যা করলো। আবার যে ব্যক্তি তাকে বাঁচালো, সে যেন পুরো মানব সম্প্রদায়কে বাঁচালো।’ (আল-কোরআন, সুরাহ মায়েদা, আয়াত-৩২)।