আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় গত ৫ বছরে অন্তত ৩৫০০ শিশু নিহত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে ইয়েমেন ভিত্তিক মানবাধিকার রক্ষা সংগঠন ‘হিউম্যান রাইটস সেন্টার।’ সংস্থাটির মতে বর্তমানে ইয়েমেনের সাড়ে ৫ লাখেরও বেশি শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
ওদিকে, আমেরিকান সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ‘ইভেন্ট ডাটা প্রোজেক্ট’-এর ধারণা, ইয়েমেনে সৌদি আগ্রাসী নীতির কারণে এরই মধ্যে এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন। এছাড়াও ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছিল, দেশে অন্তত ৪ লাখের মত শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কতিপয় কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন ও সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের উপর সামরিক হামলা চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার বলেছে, আরব জোটের আগ্রাসনের কারণে যেসব শিশু নিহত হয়েছে, তার প্রায় ৯০ শতাংশই মারা গেছে সৌদি বিমান হামলায়।