স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং এইচএসসি পরীক্ষা ঠিক কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে বিস্তারিত জানাতে আগামী বুধবার(৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেদিন শিক্ষামন্ত্রী দীপু মনি সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে সরকারি সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
ওই কর্মকর্তা আরো বলেন, করোনার কারণে শিক্ষা ব্যবস্থা একদম উলটপালট হয়ে গেছে। এছাড়াও এইচএসসি পরীক্ষা নিয়ে জনমনে নানা ধরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এসব নিয়ে উৎকণ্ঠা দূর করতেই ওই সংবাদ সম্মেলনটি করা হবে।
এছাড়া, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্ষমতা দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা এইচএসসি ও তার সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে মন্ত্রণালয় মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর পরামর্শ চাইলে তা জানানো হবে।
এদিকে, মন্ত্রণালয়ের লক্ষ্য করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করা। এ সংক্রান্ত ৩টি প্রস্তাব এরইমধ্যে শিক্ষাবোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবগুলো হলো, কেন্দ্র সংখ্যা বাড়ানো, সিলেবাস নম্বর কমানো এবং পরীক্ষার বিষয় কমিয়ে আনা। প্রস্তাবগুলো মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে।