বিনোদন ডেস্ক : মাদক কান্ডে হাজিরা দিতে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর(এনসিবি) দপ্তরে গিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে।
আজ একই অভিযোগে বলিউডের অপর দুই তারকা সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরেরও জেরা হবার কথা রয়েছে। তাদের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
এর আগে, গতকাল শুক্রবার(২৫ সেপ্টেম্বর) ৭ ঘণ্টায় কাছাকাছি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও। বলিউড আর মাদকের সম্পর্ক যে কতটা গভীর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল শুক্রবার পরপর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতে থাকে এনসিবির দফতর থেকে। এমনকি অভিনেত্রী রাকুলপ্রীত সিংও স্বীকার করে নিয়েছেন রিয়ার সঙ্গে তার নিয়মিত মাদক সংক্রান্ত কথা হত। তিনি আরও জানান, রিয়া মাদক কিনে রাকুলের বাড়িতে রাখতেন। তবে রাকুল নিজে কখনও মাদক সেবন করেননি। পরে রাকুলের বাড়ি থেকে মাদক উদ্ধার করে এনসিবি।
এছাড়াও নারকোটিক্স ব্যুরো জানায়, মাদক সরবরাহ ও ব্যবহারের জন্য ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপটির অ্যাডমিন দীপিকা পাডুকোন। তিনিই ওই মাদক গ্রুপ তৈরি করে নানা সদস্যকে যোগ করেছিলেন। দীপিকা ও সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা গ্রুপের আরেক অ্যাডমিন। দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ ছিলেন গ্রুপের অন্যতম সদস্য।
এই জেরার পর বলিউডের মাদক কান্ডের গোপন গুমর ফাঁস হবে বলে ধারণা করছেন অনেকে।