স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ভিকটিমকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, এখনো আদেশ দেননি।
এর আগে নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ করে তাকে মামলার আসামি করার দাবি জানান মামলার বাদী। বর্তমানে তিনি নুরের গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ই অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন।