বিনোদন ডেস্ক : হাল সময়ের অন্যতম তারকাদের মধ্যে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির জনপ্রিয়তা তুঙ্গে অবস্থান করছে। তার বহু নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার তেমনি একটি ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করে আবারও ভাইরাল হলেন নোরা ফাতেহি।
সমুদ্র সৈকতে নেচে একটি ভিডিও আপলোড করেন এই অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে যায় সবখানে। তবে সৈকতে ঠিক কার সঙ্গে নেচেছিলেন নোরা, সে সম্পর্কে ধোঁয়াশা রয়ে গেছে। সম্প্রতি একটি রিয়ালিটি শোতে কয়েকদিনের জন্য হাজির হন নোরা ফাতেহি। অনুষ্ঠানটির নিয়মিত উপস্থাপিকা মালাইকা অরোরা করোনায় আক্রান্ত হয়ে পড়ায় তার স্থলে নোরা ফাতেহিকে নিয়ে আসা হয়। তবে কিছুদিন পর মালাইকা সুস্থ হয়ে গেলে নোরা সেই শো থেকে বিদায় নেন।