স্টাফ রিপোর্টার : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাক্ষাত হয়েছে। উক্ত বৈঠকে তুর্কি প্রেসিডেন্টের সাথে বাণিজ্যিক পণ্য আদান-প্রদান সংক্রান্ত নতুন উদ্যোগ গ্রহণ, আরো বেশি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন এবং মেলা প্রদর্শনীর ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড. মোমেন এবং এরদোগান শিক্ষা, সংস্কৃতি এবং সামরিক খাতে সহযোগিতার ব্যাপারেও কথা বলেন। আলোচনায় তারা উভয়ই বিদ্যমান বাংলাদেশ-তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও আগামী বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
ডি-৮ প্রসঙ্গে এরদোগান নতুন সদস্যরাষ্ট্র যুক্ত করে জোট সম্প্রসারণের ব্যাপারে জোর দেন। এছাড়াও তিনি বাংলাদেশের সাথে শুল্ক এড়িয়ে বস্ত্র, পণ্য, ঔষধ সরবরাহের প্রস্তাব দেন। বাংলাদেশে তুরস্কের অর্থায়নে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে দেয়ার জন্য জমি বরাদ্দের প্রস্তাবও দেন প্রেসিডেন্ট। এসময় নির্যাতিত ও অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের জন্য কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সহায়তার পাশাপাশি ঢাকায় নব্য-নির্মিত তুরস্কের দূতাবাস ভবন উদ্বোধনের সময় বাংলাদেশ সফরে আসার আশাবাদও ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বিরতিতে উচ্চতর পর্যায়ে এফওসি অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অদূর ভবিষ্যতে উভয় পক্ষ উচ্চতর পর্যায়ে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় ফোরাম গঠনের ব্যাপারে তারা একমত হন। তুরস্কের হয়ে উক্ত বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসওলু উপস্থিত ছিলেন।