স্টাফ রিপোর্টার : সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেনকে পালাতে সাহায্য করার অভিযোগে এসআই হাসান উদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তাকে বরখস্ত করা হয়েছে। আজ বুধবার(২১ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ বরখাস্তের খবরটি নিশ্চিত করা হয়।
বরখাস্তের ব্যাপারে পুলিশ একটি বিজ্ঞপ্তি দেয়, তাতে বলা হয়েছে, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সিলেটের নেহারিপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়। নির্যাতনের পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে নেয়ার সময় রায়হানের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
আপাতত এই মামলাটির তদন্ত পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর কাছে অর্পণ করা হয়েছে।