স্টাফ রিপোর্টার : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তাকে এরই মধ্যে আইসিইউ(নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে এইচডিইউতে(ডিপেনডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে ওয়াহিদা খানম ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নিউরোট্রমা বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদ হোসেন গণমাধ্যমে জানান, ইউএনও ওয়াহিদার অবস্থা এখন স্থিতিশীল, বলা যায় তিনি আশঙ্কামুক্ত। নতুন করে খারাপ কিছু হয়নি। তাকে গতকালই(সোমবার) এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছিল। তবে ডাউন সাইট হচ্ছে, তার শরীরের ডানপাশের এখনও কোনো উন্নতি হয়নি। তবে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।