স্টাফ রিপোর্টার : দেশের সকল কওমি মাদ্রাসা গুলোকে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে শিক্ষা কার্যক্রম এখন শুরু হচ্ছে না সেটিও জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার(২৪ আগস্ট) মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য জানান সচিব। এসময় আনোয়ারুল ইসলাম আরও বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলো আপিল করেছে, যাতে তারা ওপরের লেভেলের পরীক্ষাগুলো নিতে পারে। সরকারও এতে একাত্মতা পোষণ করেছে। তাই পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে কওমি মাদ্রাসা খুলছে না। কিতাব বিভাগ খোলার ব্যাপারেও বৈঠকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ওই ডিগ্রি ও মাস্টার্স লেভেলের পরীক্ষা গুলো নেয়ার ব্যাপারে সরকার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার শর্ত দিয়েছে।
পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এ ব্যাপারে সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি মাদ্রাসাগুলোর বিষয়। তারা তাদের সুবিধা মত সময়ে পরীক্ষা নিবে।