স্পোর্টস ডেস্ক : কোনো নির্দিষ্ট ফুটবল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এতদিন নিজের করে রেখেছিলেন সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম খেলোয়াড় পেলে। তবে গেল শনিবার পেলের গড়া রেকর্ডটিকে ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ০-৩ গোলের জয় পেয়ে বার্সেলোনা মাঠ ছাড়ে। আর এদিনই এক বিরল রেকর্ডে নিজের নাম লেখিয়ে ফেলেন মেসি।
তবে খেলা শুরু করার পর থেকে কখনই এমন রেকর্ড ভাঙবেন অথবা গড়বেন, এমন ভাবনা মাথায় আসেনি মেসির। বার্সা অধিনায়ক পেলের রেকর্ড ভাঙতে পারবেন, তা যেন স্বপ্নেও ভাবেননি। রেকর্ড গড়া ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মেসি। যেখানে তিনি লিখেন, ‘যখন আমি ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন কখনোই চিন্তা করতে পারিনি যে কোনো রেকর্ড ভাঙতে পারবো। বিশেষ করে মঙ্গলবার আমি যে রেকর্ড ভেঙেছি, যেটা পেলের মত গ্রেট ফুটবলারের।
ইনস্টাগ্রামের পোস্টটিতে মেসি তার ফুটবল ক্যারিয়ারের সঙ্গে যুক্ত সকলকে সহযোগিতা করার কারণে ধন্যবাদ জানান।