আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠানের পর ৩ দিনে পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি নির্বাচনে কে বিজয়ী হয়েছেন। এছাড়াও এখনও কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বাইডেন নিশ্চিতভাবেই এগিয়ে।
জর্জিয়াতে ভোট গণনার শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও শেষের দিকে প্রায় হাজার ভোটে বাইডেন এগিয়ে রয়েছেন। রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন এবং শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা। একইসাথে নেভাদায়ও ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
সংবাদ মাধ্যম এপি অনুযায়ী, পেনিসলভেনিয়ায় এখনও ট্রাম্প ১৮ হাজার ভোটে এগিয়ে আছেন। তবে সেখানে এখনো আরো লক্ষাধিক ভোট গণনা বাকি। তেমনিভাবে অ্যারিজোনায় বাইডেন অনেকটা এগিয়ে থাকলেও বর্তমানে ভোটের ব্যবধান করে ৪৬ হাজারে দাঁড়িয়েছে।
ওদিকে আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনাতে এগিয়ে আছেন ট্রাম্প। সেখানে এখনো ভোট গণনা চলছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, এখনই কে হচ্ছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, তা বলা যাচ্ছে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গণমাধ্যমগুলো যখন বুঝতে পারে একজন নির্দিষ্ট প্রার্থীর আর হেরে যাওয়ার সম্ভাবনা নেই, তখন থেকেই ওই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে বাইডেন এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন। ট্রাম্প জয় পেয়েছেন ২১৪টিতে। আমেরিকায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে ৫৩৮টি ইলেকোটোরাল ভোটের মধ্যে ২৭০টিতে জয়লাভ করতে হয়।