বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের জননী হয়েছেন জনপ্রিয় ছোট পর্দার তারকা অভিনেত্রী অপি করিম। আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অপি করিমের মা শাহান আরা করিম। তিনি বলেন, অপিকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে অপির মেয়ে। মা ও মেয়ে একদম সুস্থ আছে।
প্রসঙ্গত, প্রায় ৪ বছর আগে স্থপতি এবং পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারা মা এবং সদ্য জন্ম নেওয়া মেয়ের জন্য দোয়া চেয়েছেন।