বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্ব বিপর্যস্ত। এর ব্যতিক্রম ছিল না বচ্চন পরিবারও। সপরিবারে গত
জুলাই মাসে আক্রান্ত হয়েছিলেন করোনায়। কিন্তু এরই মধ্যে তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন। ঐশ্বরিয়া, অভিষেক, তাদের মেয়ে কিংবা অমিতাভ, সবাই এখন করোনা থেকে মুক্ত। আর এবার খবর এলো, পিতা-পুত্র জুটি এবার রুপালি পর্দায় ফিরতে যাচ্ছে।
সামনেই সেপ্টেম্বর। সে কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং শুরু করবেন অমিতাভ। গত মে তে লকডাউনের মাঝেও কেবিসির জন্য একদিন শুটিং করেছিলেন অমিতাভ। আর এবার শুট করবেন কেবিসির প্রোমো।
ওদিকে অমিতাভ পুত্র অভিষেক বচ্চন তার নতুন সিনেমা ‘দ্য বিগ বুল’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন কিছুদিনের মধ্যেই। স্টকব্রোকার হর্ষদ মেহতার চরিত্রে দেখা যাবে অভিষেককে। ১৮ই আগস্ট ছবির একটি পোস্টারও প্রকাশ করা হয়। সিনেমার ডিরেক্টর গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়েছে, অভিষেক কিংবা বাকি অভিনেতাদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা এবং নিরাপদ সেটআপ তৈরি করাই তাদের প্রথম লক্ষ্য। শুটিং করার অনুমতি পেলেই কয়েক সপ্তাহ পর থেকেই শুট শুরু হবে। নিরাপত্তার স্বার্থে কম ক্রু নিয়ে কাজ শুরু হবে, প্রয়োজনে রিমোট শুটিং মেথড ব্যবহার করা হবে। যদি রিমোট শুটিং মেথডে কাজ করা না যায় তাহলে সেটের কাছেই হোটেলের ব্যবস্থা রাখা হবে।
সূত্র : আনন্দবাজার