স্টাফ রিপোর্টার : করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে সঙ্গে যাতে বাঙ্গাদেশের মানুষ তা পেতে পারে সে লক্ষ্যে বিশ্ব ব্যাংকের কাছে অতিরিক্ত ৫০ কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী এ সহায়তা চান। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২০ সালে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভার অংশ হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে সংস্থার প্রতিনিধি দলের এই সভা হয়। সভায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের টিকা প্রাপ্তি নিশ্চিতে টিকা কেনা, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজের জন্য ৫০ কোটি ডলারের সহায়তা দেয়ার অনুরোধ করা হয়। এছাড়াও কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশের জন্য ‘কোভিড-১৯ রিকভারি অ্যান্ড রেসপন্স’ প্রকল্পে যে ৫০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেখান থেকে ২৫ কোটি ডলার ছাড় করার অনুরোধও জানান অর্থমন্ত্রী।
এছাড়াও উক্ত সভায় করোনা মোকাবেলায় বিশ্ব ব্যাংকের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন অর্থমন্ত্রী। একইসাথে সময়োপযোগী বিভিন্ন উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি- বিজ্ঞপ্তি থেকে জানা যায়।