স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। বুধবার(১১ নভেম্বর) ফোন করে গণমাধ্যমকর্মীদের নিজেই এ খবর জানিয়েছেন হানিফ।
মাহবুবউল আলম হানিফ জানান, বেশকিছু দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। সন্দেহের ভিত্তিতে কোভিড-১৯ টেস্ট এর উদ্দেশ্যে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দেন, পরে তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে আইসোলেশনে আছেন এই আওয়ামী লীগ নেতা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে তার বিশেষ শারীরিক জটিলতা নেই এমনটি জানা গেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হানিফ।