স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গতকাল শনিবার এক টুইট বার্তার মাধ্যমে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন তিনি।
টুইট বার্তায় শচীন লেখেন, নিজেকে করোনামুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও আজ করোনায় আক্রান্ত আমি। উপসর্গ রয়েছে, বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর থেকে এ তথ্য জানা গেছে। শচীন টেন্ডুলকার তার টুইট বার্তায় আরো বলেন, বাড়ির বাকি সকলের করোনা শনাক্তের রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা করছি। সব স্বাস্থ্যকর্মীদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।