স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া কাতারের সঙ্গে একটি ম্যাচে ৫-০ গোলের শোচনীয় পরাজয়ের স্বাদ নেয় বাংলাদেশ। হারের পরদিনই দেশে ফিরেন ফুটবলাররা। তবে ব্যক্তিগত কাজে কাতারেই থেকে যান অধিনায়ক জামাল ভূঁইয়া।
কাতারে থেকে যাওয়াই যেন কাল হলো জামাল ভূঁইয়ার জন্য। বিশ্বকাপ বাছাই ম্যাচগুলো খেলার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত কাতারেই আইসোলেশনে আছেন এই দেশসেরা মিডফিল্ডার।
জামাল ভূঁইয়ার করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। এছাড়াও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডেও গণমাধ্যমে অধিনায়ক জামাল ভূঁইয়ার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। এই মুহূর্তে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জামাল ভূঁইয়া আইসোলেশনে আছেন। তার পরিবাররের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।