স্পোর্টস ডেস্ক : করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ। গতকাল করোনা পরীক্ষার জন্য আবু জায়েদসহ স্কিল ক্যাম্পের ২৬ জন ক্রিকেটারের স্যাম্পল নেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবু জায়েদ রাহী বাদে বাকি সবার করোনা শনাক্তের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমে জানান, করোনা পরীক্ষায় পেসার আবু জায়েদের কোভিড-১৯ ধরা পড়েছে। আপাতত আইসোলেশনে আছেন তিনি। গাইডলাইন অনুসারে তার চিকিৎসা চলছে।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার সাইফ হাসান এবং কোচিং স্টাফের সদস্য নিক লি। তবে তারা দুজনেই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ২০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু করেছে বিসিবি। তবে শ্রীলঙ্কায় সফরের ব্যাপারটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে বাতিল হতে পারে সিরিজ।