স্টাফ রিপোর্টার : করোনার থাবা গ্রাস করলো ওসমান পরিবারকেও। নারায়ণগঞ্জের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জেলার হতদরিদ্র মানুষের সাহায্যে দিনরাত পরিশ্রম করেছেন। এমনকি করোনা রিপোর্ট প্রদানের দিনও তিনি একজন সিএনজি চালকের পরিবারকে আর্থিক সহায়তা পৌছে দিয়েছেন। লিপি ওসমানের সাথে করোনায় আক্রান্ত হয়েছেন তার পুত্রবধূ ও নাতি। এই কঠিন সময়ে দেশবাসীর কাছে নিজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি শামীম ওসমান। তিনি বলেন, ৩ দিন আগে আমার স্ত্রী লিপি ওসমান, পুত্র অয়ন এবং নাতির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর ইচ্ছায় বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। শামীম ওসমান আরো বলেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা। উনি আমাদের রোগ দিয়ে পরীক্ষা করেন, আবার শেফা দান করেন।
লকডাউন শুরু হবার পর থেকেই করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন লিপি ওসমান। তিনি যখনই খবর পেয়েছেন কোনো দুঃস্থ, অসহায় মানুষের, নিজে ছুটে গিয়ে সাহায্য করেছেন অথবা প্রতিনিধির মাধ্যমে সহায়তা পাঠিয়েছেন। গত মার্চের শেষদিকে প্রায় ৩ হাজার দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা পৌছে দিয়েছিলেন লিপি ওসমান। এছাড়াও আরো ১ হাজারে মত মধ্যবিত্ত পরিবারকে গোপনে অর্থ সহায়তা করেছেন এই নারী। দরিদ্র, অসহায় মানুষদের পাশে যেমন দাঁড়িয়েছেন এই মহীয়সী নারী, তেমনি ফুটবলার আরিফ হাওলাদার, নিপুর মতো অসহায় ক্রীড়াবিদদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে বেড, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে সহায়তা করেছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে।