স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসানের করোনা ধরা পড়েছে। তবে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সামনেই শ্রীলঙ্কা সফর। সফরের আগে জাতীয় দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানোর কথা ছিল। সে কারণেই কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা করা হয় জাতীয় দলের ১৭ জন খেলোয়াড়। সেই সঙ্গে ৭ জন সাপোর্টিং স্টাফেরও করোনা পরীক্ষা করা হয়। আজ ওই পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, জাতীয় দলের একজন ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত স্টাফ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের ইংলিশ ট্রেইনার নিকোলাস লি।
আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এ টেস্ট করানো হচ্ছে। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে ক্রিকেটারদের ৪ দফা করোনা পরীক্ষা করা হবে।
গতকাল প্রথম দফার পরীক্ষা সম্পন্ন হয়।