স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইইডিসিআর থেকে পরীক্ষা করার পর মন্ত্রীর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।
জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানান, আপাতত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাছান মাহমুদ। তার শারীরিক অবস্থা বেশ ভালো। মূলত তিনি অসুস্থতা বোধ করলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এ নমুনা দেন। পরে তার কোভিড-১৯ পজিটিভ আসে।