স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একইসময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯৮ জনে। আর মোট শনাক্তের সংখ্যা লাখ ৪১ হাজার ৪৩৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।