স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৪ জন মারা গেছেন। এতে করে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে(৪০৮২)। এছাড়াও মোট কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যাও ৩ লাখ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৫১৯ জন। গত একদিনে মোট সুস্থ হয়েছেন ৩৪২৭ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৩৫টি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৬.৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২.৯৪ শতাংশ। মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।