স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই খবর বেড়িয়েছিল, প্যারিস সেইন্ট জার্মেই এর তারকা খেলোয়াড় নেইমার করোনায় আক্রান্ত। এবার নিজের করোনা মুক্তির সংবাদ জানালেন নেইমার। শুক্রবার(১১ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নিজেকে করোনামুক্ত ঘোষণা করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। একই সঙ্গে অনুশীলনে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন নেইমার।
প্রসঙ্গত, নেইমারের করোনা আক্রান্তের খবর গত ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হয়। পিএসজি ক্লাব সূত্রে জানা গিয়েছিল, শুধু নেইমার নন, পিএসজির আরো দুই জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের ব্যাপারে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ নেইমারের করোনামুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিবে।