আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে যেখানে পুরো বিশ্ব নাজেহাল, সেখানে এ পরিস্থিতির সদ্ব্যবহার করছে চীন। দক্ষিণ চীন সাগরে কর্তৃত্ব বাড়ানোর পাশাপাশি ভারতকেও ছাড়েনি চীন, এমন কথা বলেছেন আমেরিকান কূটনীতিক ডেভিড স্টিলওয়েল।
তিনি যুক্তরাষ্ট্রের পম্পেও মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি। জীবনের ৩৫ বছর তিনি মার্কিন এয়ার ফোর্সে চাকরি করেছেন। এছাড়াও ২০১১-১৩ সালে চীনে মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সে সুবাদেই চীনা আগ্রাসী নীতি সম্পর্কে বেশ অবগত তিনি। করোনা মহামারির সময়ে ভারত-চীনের দ্বন্দ্বের ব্যাপারে বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতেও নিজেদের আগ্রাসন ত্রাস কায়েম করতে চাচ্ছে চীন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে চীনা সৈন্যরা হঠাৎ করেই ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা তা রুখে দেন। তারপর থেকেই লাদাখে নতুন করে সীমান্ত রেখা সংক্রান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। ইতোমধ্যেই প্যাংগং সীমান্তে লেকের উত্তর ও দক্ষিণে সেনা সমাবেশ করা হয়েছে। সীমান্তে অশান্ত পরিবেশ ঠান্ডা করতে কম্যান্ডার স্তরে আলোচনা চালানোর সিদ্ধান্তও নিয়েছে দিল্লি। এসব ব্যাপার পর্যালোচনা করেই চীনকে এক হাত নিলেন স্টিলওয়েল। বলেন, মহামারির সুযোগ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে চীন।
সূত্র : জি নিউজ