স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে বড় বড় অর্থনীতির দেশগুলো যেমন, যুক্তরাষ্ট্র, ভারত, ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, তাদের অর্থনীতিতে ধ্বস নেমেছে। কিন্তু আমরা তাদের তুলনায় অনেক ভালো আছি। দেশের জিডিপি ধরে রাখতে সমর্থ হয়েছি। আর এর সব সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতার কারণে। মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন ছাত্রবাস, ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের ভূমিকা না বুঝে না জেনেই অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। অথচ করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। শুধুমাত্র মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমে যায়। তাই এসময় সকলকে মাস্ক পরিধানের আহ্বান জানান মন্ত্রী।
ভ্যাকসিনের ব্যাপারে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। ট্রায়াল শেষে সেই ভ্যাকসিন হয়তো আগামী কয়েকমাসের মধ্যেই পাওয়া সম্ভব হবে। এছাড়াও কয়েকদিন আগেই বাংলাদেশে চীনের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে।