স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে কাতারে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানেই সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তখন থেকেই ভারতীয় আই লীগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, কেননা করোনার আক্রান্ত হওয়ার কারণে তাকে অন্যান্য খেলোয়াড়দের থেকে দূরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হতো। তবে সব শঙ্কা দূর করে দিয়ে ভারতীয় আই লীগের প্রথম ম্যাচেই খেলছেন জামাল।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতা মোহামেডানের মুখোমুখি হয়েছে সুদেভা দিল্লি এফসি।
এর আগে, সাইফ ক্লাব থেকে ধারে কলকাতার মোহামেডানে যোগ দিয়েছিলেন জামাল ভূঁইয়া। এপ্রিল পর্যন্ত চলমান আই লীগ শেষ করে তিনি আবার সাইফ স্পোর্টিং-এ ফিরে আসবেন এমন চুক্তি নিশ্চিত করা হয়েছে। দেশে ফিরে তার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দ্বিতীয় পর্বে খেলার কথা রয়েছে।
দীর্ঘ ৭ বছর পর ভারতের আই লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে কলকাতা মোহামেডান। ওদিকে সুদেভা এফসি প্রথমবারের মত আই লীগ খেলছে। ১১ দলের সমন্বয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।