আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে প্রায় ২ হাজার কোটি টাকা মূল্যের কোকেনের চালান আটক করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এনসিএ-এর চালানো এক অভিযানে কলার বক্স থেকে বিশেষ কায়দায় প্রায় ২৩০০ কেজি কোকেন কলম্বিয়া থেকে আনা হয়েছিল, যার মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ, বাংলাদেশি টাকায় যা দুই হাজার ১৯০ কোটি টাকারও বেশি।
এরইমধ্যে কলার চালানটি ডামি প্যাকেট করে লন্ডনের টটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে চালানটির সংগ্রহকারী ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি জব্দ করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা।
সূত্র – বিবিসি