আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ইহুদি এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যুদ্ধের ইতিহাস পুরনো। তবে সাম্প্রতিক সময়ে গত কয়েক সপ্তাহ ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে দুই পক্ষ সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার।
গতকাল গাজা উপত্যকায় অবস্থিত হামাসের নেতা ইয়াহিয়া সিনাওয়ারের কার্যালয়ে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কারণে গাজা উপত্যকায় সব ধরণের হামলা বন্ধ করবে ইসরাইল। এর বিপরীতে গাজার বেলুন হামলা বন্ধ করা হবে।
হামাসের ওই বিবৃতিতে আরও বলা হয়, কাতারের দূত মোহাম্মদ আল-এমাদির সাথে আলোচনা সাপেক্ষে এই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তবে দুই পক্ষের হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনে জ্বালানি সরবরাহে বাঁধা সৃষ্টি করতে পারবে না এবং মঙ্গলবার থেকে গাজার বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হবে।
ওদিকে ইসরায়েল বলছে, শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবিব। হামাস যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল উপযুক্ত ব্যবস্থা নিবে।