আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে অর্গানাইজেশন অব ইসলামি কো-অপারেশন(ওআইসি)। চলতি সপ্তাহে নাইজারে হওয়া একটি বৈঠকে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদসংস্থা ডয়েচে ভেলে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে নেওয়া প্রস্তাবনার মাধ্যমে এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে কোনো প্রস্তাব সরাসরি গ্রহণ করা হলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ওআইসি তে এই ব্যাপারে প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
গত ২৭ থেকে ২৯ নভেম্বর নাইজারে ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। করোনাসহ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবারের বৈঠকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও কিছুদিন আগে আরবের জি-২০ নোটে ভারতের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে কাশ্মীরকে বাদ দেয়া হয়েছিল। ভারত সরকার তখন এর প্রতিবাদও জানিয়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক কোনো মাধ্যমে কাশ্মীর ইস্যুতে প্রস্তাব গ্রহণ একটি অভূতপূর্ব ঘটনা বটে।