স্টাফ রিপোর্টার : জেলা পর্যায়ে ২৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন মাঠ পর্যায়ের শিক্ষক এবং কর্মকর্তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে মন্ত্রীপরিষদ বিভাগের ঘোষণা আসার পর থেকেই মাঠ পর্যায়ে শিক্ষকদের সাথে মতবিনিময় শুরু করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মতবিনিময়ের ভিত্তিতে আগামী ২৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সারাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি উপায়ে খোলা যায় সে ব্যাপারে পরামর্শ নিতে মাঠ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের সাথে দফায় দফায় মতবিনিময় করছে মন্ত্রণালয়। এছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে মহামারি পরিস্থিতি বিবেচনা করে কবে নাগাদ প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া যায় সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসছে।