বিনোদন ডেস্ক : আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে। আজ বিকাল ৪ টা ৪০ মিনিটে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আজিজুল হকের স্ত্রী জিনাত হাকিম।
জিনাত হাকিম বলেন, হাকিমের সঙ্গে আমার কথা হয়েছে। আগের চেয়ে সে সুস্থ আছে। সবার দোয়া ও ভালোবাসায় তার পরিবর্তন হচ্ছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এমন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আসাদুজ্জামান নূর ভাই, সুবর্ণা আপা থেকে শুরু করে অভিনয় শিল্পীসংঘ যেভাবে পাশে দাঁড়ালেন তাদের কাছে ঋণী হয়ে গেলাম।
এর আগে, গত রোববার লাইফ সাপোর্ট থেকে আজিজুল হাকিমকে আইসিইউতে আনা হয়েছিল। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাত একটা থেকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন আজিজুল হাকিম। আজিজুল হাকিমের পাশাপাশি তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমুন রেদোয়ান হাকিমের দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা আশংকাজনক হলে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।