স্টাফ রিপোর্টার : রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়া এলাকায় একটি ১০তলা ভবনে থাকা লাইটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১৩টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে ডেমরার পশ্চিম ডগাইর ভুট্টো মিয়া রোডে পূর্ব পাশে অবস্থিত একটি টাওয়ারে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ভবনটির ৬ ও ৭ তম তলা পুড়ে যায়। একই ঘটনায় ওই টাওয়ারের পাশ ঘেঁষে থাকা আরেকটি ভবনের আগুন লাগার আশঙ্কা করছেন ভবনটির বাসিন্দারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়েই তৎক্ষণাৎ আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। পরে একে একে ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ১০ তলা ভবনটির পুরোটাই গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ভবনটির মালিক জলিল পাশা নিজেই চীন থেকে মালামাল এনে ওই ভবনটি তে গুদামজাত করতেন।