অনলাইন ডেস্ক : এক ক্যান্সার আক্রান্ত শিশুকে উৎসাহ যোগাতে এবং তাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে হাসপাতালের দুই চিকিৎসক ব্যালে নাচের আয়োজন করেছেন। আর এই নাচ দেখে শিশুটির আনন্দ হওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
ইংল্যান্ডের ওরচেস্টারশায়ার অ্যাকিউট হসপিটাল এনএইচএস ট্রাস্টের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী এবং একজন পুরুষ চিকিৎসক ব্যালে নাচের বিশেষ পোশাক ‘টুটু’ পরে দরজা ঠেলে ঢুকছেন। সেই ঘরেই ছিল ক্যানসার আক্রান্ত বছর পাঁচ বয়সী মেয়ে ইসোবেল ফ্লেচার। তার সামনে এবার নাচ শুরু করেন ওই দুই চিকিৎসক। দৃশ্যতই এমন এক উপহার পেয়ে খুশিতে ভরে ওঠে ইসোবেলের মুখ। এমন কি সে নিজেও তাদের সঙ্গে কয়েক পাক ঘুরে নেয় নাচের ভঙ্গিতে।
হাসপাতালের পক্ষ থেকে কেউ একজন পুরো ভিডিওটি ধারণ করেন। নাচ দেখে শিশুটির আনন্দিত হওয়ার মত হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
শিশুটির জন্য এমন একটি উদ্যোগ নেয়ায় হাসপাতালের তরফ থেকে চিকিৎসক বেলন কমলারজন এবং এমা ম্যান্ডেরকে ধন্যবাদ জানানো হয়েছে।