স্টাফ রিপোর্টার : মরণব্যাধি ক্যান্সার জয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়ার মাধ্যমে তিনি নিজেই তার রোগমুক্তির বিষয়টি তার ভক্ত সমর্থকদের জানান। এক পোস্টে ৬১ বছর বয়সী ‘মুন্না ভাই’ জানান, গত কয়েক সপ্তাহ আমি এবং আমার পরিবার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। ঈশ্বর তার শক্তিশালী এক সৈন্যকে(সঞ্জয় দত্ত) কঠিন এক যুদ্ধের(ক্যান্সার) সঙ্গে মুখোমুখি করেছিলেন। কিন্তু আজ আমার সন্তানদের জন্মদিনের এই বিশেষ দিনে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি সেই যুদ্ধে জয় লাভ করেছি এবং তাদের আমার সুস্বাস্থ্য উপহার দিতে পেরে আমি আনন্দিত।
সঞ্জয় দত্ত তার ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কেননা আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ যুদ্ধে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমার এবং আমার পরিবারের পাশে থেকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সে ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আবারো ধন্যবাদ আপনাদের ভালোবাসা, দয়া এবং নিঃস্বার্থ আশির্বাদের জন্য।