আন্তর্জাতিক ডেস্ক : আমাজন ও অস্ট্রেলিয়ার দাবানলের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়া। গেল একদিনে অন্তত ২৫ মাইল বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। শুধু বনাঞ্চল? ঘরবাড়ি, নানা গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দাবানলে পুড়ে মারা গেছেন ১১ জন।
আগেই জানানো হয়েছিল, সাধারণ একটি বজ্রপাত হতে এই দাবানলের সূচনা হয়েছে। কিন্তু সাধারণ একটি বজ্রপাতের কারণেই ৩ সপ্তাহ ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। উলটো ঝড়ো হাওয়ায় আগুনের তেজ আরও বেড়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উষ্ণ এলাকাগুলো মধ্যে ক্যালিফোর্নিয়া একটি। সেকারণেই হয়তো আগুনের তীব্রতা ছড়িয়ে যাচ্ছে নিমিষেই। আগুনের আশেপাশের অন্তত ২ লাখ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবুও যেন স্বস্তি নেই। এরই মধ্যে দাবানল নিয়ন্ত্রণে দিনরাত অমানুষিক পরিশ্রম করছেন দমকল বাহিনীর প্রায় ১২ হাজার কর্মী। তাতেও লেলিহান আগুনের শিখা থেকে কোনো পরিত্রাণ পাওয়া যাচ্ছে না।
ক্যালিফোর্নিয়ার আশেপাশের রাজ্য টেক্সাস, নিউ মেক্সিকো, সান ফ্রান্সিসকোসহ অন্যান্য রাজ্যগুলো থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে যোগ দিয়েছেন। তাতেও আগুন নেভানো যাচ্ছে না। ওদিকে, গত কয়েকদিন ধরেই ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ যে দাবানল, তা বুঝতে খুব বেশি বেগ পেতে হয়নি বিশেষজ্ঞদের।