অনলাইন ডেস্ক : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি হেফাজতে রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া থানার এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, আকবর পরিচয় গোপন করে বাংলাদেশ ভারত সীমান্তে ডোনা অঞ্চলে খাসিয়া সম্প্রদায়-দের সঙ্গে বসবাস করছিলেন। সীমান্তের ওপারে তার পরিচিত পরিবার রয়েছে এমনটি জানিয়েছেন আকবর।
স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের কিছু লোকজন বরখাস্ত হওয়া এসআই আকবরকে বেঁধে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ভিডিওটি
আজ সোমবার সকালে পুলিশের একটি দল কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।