স্টাফ রিপোর্টার : করোনা মহামারির কারণে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থানে ছিল সরকার। তবে পহেলা সেপ্টেম্বর থেকে ওই কড়াকড়ি তুলে দিয়ে পূর্বের মত গণপরিবহন চলাচলের নির্দেশনা এসেছে। শনিবার(২৯ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।
কঠিন শর্তগুলো শিথিল করা হলেও পরিবহনগুলো দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না, এমন কথা জানান মন্ত্রী।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে দেশে গণপরিবহন চলাচল অনেকদিন বন্ধ ছিল। পরে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয় এবং একইসাথে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির অনুমতি দেয়া হয়। তবে পরিবহন নেতা ও শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে এখন আগের মত গণপরিবহন চলবে বলে ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের।