স্টাফ রিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার অন্যতম আসামি কালামকে ৩টি মামলায় মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও কালামের সহযোগী আরেক আসামি শাহেদের ১টি মামলায় ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) বেগমগঞ্জের ৩ নম্বর আমলি আদালতের বিচারক মাসফুকুল হক শুনানিতে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার অপর আসামি ইউপি সদস্য মেয়াজ্জেম হোসেন সোহাগ ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার ইচ্ছা পোষণ করায় বিকেলে তাকে আদালতে তোলার কথা ছিল।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে(৩৫) বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার এক মাস পর গত রোববার সকালে সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। এরপরই এই ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। নির্যাতনের শিকার ওই নারী গত ৪ সেপ্টেম্বর মামলা করেন, ৬ সেপ্টেম্বর দেলোয়ার ও কালামকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এর এক মাস পর ভিডিওটি ভাইরাল হয়।