স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ সীমান্তে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই উদ্ধার হয়েছে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা। বিভিন্ন সময়ে পরিচালনা করা অভিযানে ইয়াবাসহ অন্যান্য চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। এ অভিযানগুলোতে আটক করা হয়েছে ৩৪ জনকে। মামলা দায়ের করা হয়েছে ৪৮টি।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সেপ্টেম্বর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ১২ লাখ ৪৯ হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৭শ টাকা। শুধু ইয়াবা জব্দের ৩৬টি মামলায় আটক হয়েছেন ৩২ জন। এছাড়াও বিজিবির সীমান্ত ও চেকপোস্ট থেকে সাড়ে ২৫ হাজার টাকা সমমূল্যের মিয়ানমারের বোতল মদ, ৯০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। মদ জব্দের ঘটনায় মামলা হয়েছে ২টি। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ লাখ ১২ হাজার ২০২ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৯টি মামলার বিপরীতে গ্রেপ্তার হয়েছেন ১ জন।
লে. কর্নেল মো. ফয়সল হাসান খান আরো জানান, বিজিবির অভিযানে একটি দেশীয়ভাবে তৈরি বন্দুকও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে চোরাকারবারি রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে বিজিবির অবস্থান সর্বদা কঠোর থাকবে।