আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, গ্রিস আইওনিয়ান সাগরের পানিসীমা বাড়ানোর যে পরিকল্পনা করছে তাতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রিসকে সতর্ক করে দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই সাগরে গ্রিসের পানিসীমা ৬ নটিক্যাল মাইল থেকে ১২ নটিক্যাল মাইল করার প্রস্তাব দেয়া হয়েছে, যা দুদেশের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে বিরাজ করছে। তার মধ্যে অ্যাথেন্সের এমন পদক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে। গ্রিসের একটি পত্রিকায় সেদেশের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রিস সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বাড়াবে।
তবে এই নতুন পানিসীমার ব্যাপারে গ্রিসকে সমর্থন দিচ্ছে ফ্রান্স। এ ব্যাপারে তুরস্ক বলছে, ফ্রান্স ইউরোপীয় নেতৃত্ব নিয়ে খেলছে।