অনলাইন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত মৃতের মামলা নতুন মোড় নিলো। মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
গত রোববার রিয়াকে জেরা করছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। রবি ও সোম পর পর দুই দিন জেরা করার পর আজও মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য রিয়াকে ডেকে নেই এনসিবি। জিজ্ঞাসাবাদ শেষেই রিয়াকে মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার দেয়া এনসিবি। এছাড়াও কিছুক্ষণের মধ্যে তার ডাক্তারি পরীক্ষা হবারও কথা রয়েছে।
উল্লেখ্য, মাদক কান্ডে গত শুক্রবার রাতেই রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সুশান্তের সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সবন্ত। তারা সকলেই আগামীকাল পর্যন্ত এনসিবির হেফাজতে থাকছেন।